মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
চুড়ামনকাঠিতে সড়ক দুর্ঘটনা কেড়ে নিলো সবজি বিক্রেতার প্রাণ
প্রকাশ : শুক্রবার, ৪ এপ্রিল , ২০২৫, ০২:১৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-04-04_67efce63ea54c.png

❒ সবজি বিক্রেতা জাকির হোসেন ছবি:

যশোর-ঝিনাইদহ সড়কের চুড়ামনকাটি বাজার সন্নিকটে ঋষিপাড়া সংলগ্ন এলাকায় ভ্যান উল্টে পড়ে জাকির হোসেন (৫০) নামে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) সকালে চুড়ামনকাটি বাজারে সবজি বিক্রি করে তিনি অটো ভ্যানে চেপে বাড়ি ফেরারপথে এই দুর্ঘটনাটি ঘটে। জাকির হোসেন বাগডাঙ্গা গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জাকির হোসেন ও তার সঙ্গী মাস্টার মোস্তাফিজুর রহমান সকালে সবজি বিক্রি করতে চুড়ামনকাটি বাজারে যান। সবজি বিক্রির পর তারা অটো ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে ঋষিপাড়ায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তাদের ভ্যানের সামনে চলে আসে। ছাগলটিকে বাঁচাতে গিয়ে ভ্যান উল্টে জাকির হোসেনের ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি মোস্তাফিজুর রহমান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রউফ জানিয়েছেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝