মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
গাজায় গণহত্যার প্রতিবাদে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভ
প্রকাশ : শনিবার, ২২ মার্চ , ২০২৫, ০১:৩২:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-03-22_67debc07bf7fc.jpg

❒ যশোরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিক্ষোভ ছবি:

গাজায় ইজরাইল হামলার প্রতিবাদে ও নতুন করে নৃশংস হত্যাযজ্ঞের তীব্র ঘৃণা জানিয়েছেন যশোরের সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ শনিবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা।  অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন।

জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুরবিতানের সাধারণ সম্পাদক অ্যাড. বাসুদেব বিশ্বাস, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কিংশুকের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম শোহেল, যশোর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল, সাংস্কৃতিক জোটের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি তরিকুল ইসলাম তারু,উদীচীর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, বিশিষ্ট চিত্রশিল্পী মফিজুর রহমান রুন্ন, বাউলিয়া সংঘের সাধারণ সম্পাদক পরিতোষ বাউল প্রমুখ।


বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব মোড়ল মার্কিন সাম্রজ্যবাদের প্রত্যক্ষ মদদে গাজায় শিশু নারীসহ সাধারন মানুষকে হত্য করা হচ্ছে সেখানে জাতিসংঘসহ বিশ্ব বিবেক নিরব।গাজায় খাদ্য বন্ধ করা হয়েছে,বিদ্যুৎ বন্ধ করে রাতের আধারে বোমামেরে নৃশংস ভবে হত্যাযজ্ঞ চালাচ্ছে ইযরাইল। এ পর্যন্ত ৫০হাজার মানুষকে হত্যা করেছে। সেখানে জাতিসংঘ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। আর এ নৃশংসতা দেখতে চাই না। বাংলাদেশের সরকারের কাছে দাবি, তারা যেন অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক মহলে উদ্যোগী হয়।

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝