মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫ , ১৫ বৈশাখ ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
৯২৮ নম্বর গোল করে রোনালদো লিখলেন ‘আরেকটি যুদ্ধজয়’
প্রকাশ : শনিবার, ১৫ মার্চ , ২০২৫, ০২:৩৭:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2025-03-15_67d59f2270652.JPG

❒ রোনালদো লিখলেন ‘আরেকটি যুদ্ধজয়’ ছবি:

বয়সকে তুড়ি মেরে উড়িয়ে গোলের পর গোল করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার(১৪ মার্চ) রাতে তিনি হাজার গোলের মাইলফলকের দিকে আরেকধাপ এগিয়ে গেলেন। সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে ১০ জনের দল নিয়েও ৩-১ গোলের জয় তুলে নিয়েছে আল নাসর।

ম্যাচের চতুর্থ মিনিটেই আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে জন ডুরানকে পাস দিয়েছিলেন সাদিও মানে। কলম্বিয়ান ফরোয়ার্ড গোলমুখে বল পেয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন। তার শট বারে লেগে ফিরে আসে। সুযোগ পেয়ে গোলরক্ষক ও দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বল পাঠান জালে। চলতি লিগে এই নিয়ে ২৪ ম্যাচে ১৯ গোল হলো রোনালদোর।

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ কাজ করবে না – ইংলিশদের সতর্ক করলেন ওয়ার্নারঅস্ট্রেলিয়ায় ‘বাজবল’ কাজ করবে না – ইংলিশদের সতর্ক করলেন ওয়ার্নার
২৬তম মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলেও ছিল রোনালদোর অবদান। মাঝমাঠ থেকে ডি-বক্সের বাঁ প্রান্তে তিনি লম্বা পাস বাড়ান আল নাজদিকে। তার থেকে গোলমুখে পাস পেয়ে বাকি কাজ সারেন সাদিও মানে। ৪১তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডুরান নিচু শটে বল জালে জড়ালে ব্যবধান ৩-০ করে ফেলে আল নাসর। বিরতির পর ৫৬তম মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নাওয়াফ বউশাল।

৬০তম মিনিটে রোনালদোকে উঠিয়ে নেওয়া হয়। ৭২তম মিনিটে বক্সের বাইরে থেকে জ্যাকসন মুলেকার জোরালো শটে একটি গোল শোধ করে খোলুদ। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই শেষ হয় ম্যাচ। ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আল নাসর। খেলা শেষে নিজের সোশ্যাল অ্যাকাউন্টে রোনালদো লিখেছেন, ‘আরেকটি যুদ্ধজয়। চলো এগিয়ে যাই।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝