শিরোনাম |
❒ বিদেশে পাঠানোর নামে অর্থ আত্মসাৎ করে নিজেরাই পাড়ী দিচ্ছিল বিদেশে
❒ অর্থ আত্মসাৎ চক্রের দুই সদস্য ছবি:
বিভিন্ন দেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে বিদেশে পালানোর সময় প্রতারক চক্রের দুই সদস্য যশোর জেলা সিআইডির জালে গ্রেফতার হয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকা থেকে প্রতারক চক্রের দু’জনকে গ্রেফতার তথ্য নিশ্চিত করেছেন যশোর সিআইডির পরিদর্শক কাজী কামাল।
আটক আসামিরা হলেন-মুন্সিগঞ্জ জেলার তোফাজ্জ্বল হোসেনের ছেলে নবীন হোসন সাগর ও তার সৎ ভাই চাঁদপুর জেলার কবির সরদারের ছেলে নাহিয়ান হোসেন নাহিদ।
যশোর সিআইডির পরিদর্শক কাজী কামাল জানান, কোতয়ালী মডেল থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার প্রেক্ষিতে সিআইডি প্রতারকচক্রের সদস্যদের আটকে মাঠে নামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এইভাবে বিগত সময়ে প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ টাকা অসহায় মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে, প্রতারক চক্রের বাকি সদস্যদের আটকের জন্য জিজ্ঞাসাবাদ শেষ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদেরকে আদালতে হস্তান্তর করা হবে।
34335 এই রকম আরও টপিক