শিরোনাম |
শ্রমিক-কৃষক মেহনতী জনগণের একটি সাম্রাজ্যবাদ-সামন্তবাদ বিরোধী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার মাধ্যমে শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় আত্মদানকারী কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড শেখ আব্দুল হাই (কবি)-এর ২০ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১১ টায় বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পাশে নিজ বাড়ির কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটি, গণতান্ত্রিক মহিলা সমিতি অভয়নগর থানা কমিটি, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্টে মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন, অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, কমরেড শেখ আব্দুল হাই (কবি)-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটি ও বাঘুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে নেতৃবৃন্দ। পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট শোক নিরবতা পালন ও শপথ পাঠ করা হয়। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৩ টায় বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কমরেড শেখ আব্দুল হাই (কবি)-এর মৃত্যুবার্ষিকী পালন কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সভাপতি কৃষকনেতা হাফিজুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি শ্রমিকনেতা নাজিউর রহমান নজরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, গণতান্ত্রিক মহিলা সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি খাদিজা পারভীন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক কৃষকনেতা নিবিড় কান্তি বিশ্বাস মিঠু, নড়াইল জেলা সাধারণ সম্পাদক কৃষকনেতা হুমায়ুন কবির, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সহ-সভাপতি এ্যাড. আহাদ আলী লস্কর, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেস, চট্টগ্রাম জেলা কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মঞ্জুর আলম মাস্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট অভয়নগর থানা কমিটির সভাপতি মনিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক শ্রমিকনেতা রেজাউল করিম, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি অভয়নগর থানা কমিটির সভাপতি কৃষকনেতা আবু বক্কার সরদার, অভয়নগর উপজেলা নওয়াপাড়া পৌর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা মোঃ আল মামুন শেখ, জাতীয় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্রনেতা দিলিপ বিশ্বাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৬নং বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌয়েবুর রহমান ও শহীদ কমরেড হানিফ গাজীর ভাইপো বাবুল আক্তার। সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা নাজমুল হুসাইন।
স্মরণ সভায় বক্তারা বলেন, কমরেড শেখ আব্দুল হাই ছিলেন একজন সত্যিকারে শ্রমিক-কৃষক মেহনতী জনগণের মুক্তির লড়াই-সংগ্রামের আপসহীন অগ্রণী যোদ্ধা। ২০০৫ সালের এইদিনে তারে রাষ্ট্রীয় সন্ত্রাসী প্রক্রিয়ায় হত্যা করা হয়। প্রয়াতের ২০ তম হত্যা দিবসে দাড়িয়ে আমরা বলতে চাই, কমরেড শেখ আব্দুল হাই কবিদের সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী লড়াই একমাত্র মানব মুক্তির পথ। এজন্য আজও শ্রমজীবী মানুষের মুক্তির আন্দোলনে তাদের নাম উচ্চারিত হচ্ছে এবং আগামীতেও হবে। আজকে পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শোষণমূলক পৃথিবীর সামগ্রিক সংকটের ফলে দেশে শ্রমিক-কৃষক মেহনতী জনগণের জীবনে দুঃখ ও দুর্দশার শেষ নেই। গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটে গেছে বরাবরের ন্যায় রাষ্ট্র ক্ষমতার হাতবদল। আবারও সাম্রাজ্যবাদের এক দালালের পরিবর্তে আরেক বিশ্বস্ত দালাল ডা. ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এর মধ্যদিয়ে বাংলাদেশে মার্কিন সাম্রাজ্যবাদের অবস্থান আরও অগ্রসর হয়েছে, ৭১'র পরে এই প্রথম ভারতের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশে আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্দ্ব-সংঘাতের ধারায় মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্যের প্রতিপক্ষ সাম্রাজ্যবাদী চীন-রাশিয়ার তৎপরতা আরো তীব্র ও জটিল হলো। ফলে আবারও দেশের শ্রমিক-কৃষক মেহনতী জনগণের প্রকৃত মুক্তির সমস্যা অপূর্ণ থেকে গেলো। এমন প্রেক্ষাপটে প্রভু সাম্রাজ্যবাদের আশীর্বাদে দেশে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার লক্ষে প্রতিক্রিয়াশীল দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়েত ইসলামীর সাথে সমন্বিত হয়ে তথাকথিত বাম নামধারী ও ইসলামী সংগঠন সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের লেজুড়বৃত্তি করে চলেছে। এমতাবস্থায় আগামীতে একটি জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী সম্পন্ন করতে শ্রমিক-কৃষক মেহনতী জনগণের স্বার্থরক্ষাকারী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠিত করা ছাড়া মুক্তির আর কোনো পথ নেই। তাই আসুন, কমরেড শেখ আব্দুল হাই (কবি)সহ সকল বিপ্লবী গণতান্ত্রিক আন্দোলনের পথ এবং শোষণ মুক্তির দেখানো পথে সংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হই মাবন মুক্তির বিজয়ের লাল সূর্য ছিনিয়ে আনতে।
33735 এই রকম আরও টপিক