সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভোক্তা অধিকারের অভিযান

যশোরে ভেজাল মবিল কারখানায় লাখ টাকা জরিমানা
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৪:১৫:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-09_677ff63f7a47d.png

❒ যশোরে ভেজাল মবিল কারখানায় লাখ টাকা জরিমানা ছবি:

যশোর শহরতলী ফতেপুরের নুড়িতলা গ্রামে মেসার্স ইনো লুব্রিকেটিং নামের একটি অবৈধ মবিল কারখানায় অভিযান পরিচালনা করে লাখ টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর অফিসের কর্মকর্তারা। কারখানাটির মালিক নাজিম উদ্দিন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দ তামান্না তাসনীমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

সংস্থাটির যশোর অফিসের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সত্যতা পাওয়া যায়। অভিযানস্থলে পৌঁছে তারা দেখতে পান বাইরে তালা ঝুলানো থাকলেও ভেতরে লোক কাজ করছে। এসময় তাদের বাইরে বের হতে বলা হলে বিকল্প পথে প্রাচীর টপকে পালিয়ে যায়। পরবর্তিতে স্থানীয়দের সহযোগিতায় সেখানে মালিক নাজিম উদ্দীনকে ডেকে কাগজ পত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেননি। কারখানাটিতে ভেজাল মবিলের কারবার করার প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার আইনন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার ও ৫২ ধারায় আরও ৫০ হাজার সর্বমোট এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে তাকে সতর্ক করা হয়েছে।

অভিযানে পুলিশ সদস্যরা সহায়তা করেন।

 

 

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝