সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোর নগর বিএনপির উদ্যোগে যৌথ কর্মীসভায় যা বললেন অনিন্দ্য ইসলাম অমিত
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৫:৪৪:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-09_677fef17e7c13.jpeg

❒ যশোর নগর বিএনপির উদ্যোগে যৌথ কর্মীসভা ছবি:

যশোর নগর বিএনপির উদ্যোগে লালদীঘিপাড়ে দলীয় কার্যালয়ে ‘যশোর নগর বিএনপির ভূমিকা ও সাংগঠনিক কর্মকাণ্ড শীর্ষক' এক যৌথ কর্মী অনুষ্ঠিত হয়েছে। নগর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে যৌথ কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

সভায় সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন-যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাছুম, নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব রবিউল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা তরফদার রয়েল, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন, যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক সুমন আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন-দেশের মানুষের কল্যাণে কাজ করা ও সকল অপরাধমূলক কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের বিরত থাকার নির্দেশনা রয়েছে। দলের নির্দেশনা মেনে নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কর্মীসভার মাধ্যমে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝