শিরোনাম |
❒ জীবন নিয়ে শতখালীর বাড়িতে ফেরা হলো না
যশোরের ঝিকরগাছায় ব্যাংদহ বাঁশতলা মোড় এলাকায় অবৈধ যান আলমসাধুর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝরে গেল মাগুরার শতখালীর অনুপ শর্মা (৩৫) নামে এক এনজিও কর্মকর্তার প্রাণ। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি শতখালী এলাকার অধির শর্মার ছেলে। নিহত আর্স বাংলাদেশ নামের এনজিও’র নাভারণ শাখায় ব্রাঞ্চ ম্যানেজার পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়-নিহত অনুপ শর্মা অফিস থেকে নিজ বাড়ি শতখালীর উদ্দেশ্যে রওনা হন। সন্ধ্যা ৭টার দিকে ঝিকরগাছা উপজেলার ব্যাংদহ বাঁশতলা মোড় এলাকায় পৌঁছালে বিচলি বোঝাই বেপরোয়া গতির একটি আলমসাধুর সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অনুপের মৃত্যু হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে আনা হচ্ছে।
বিস্তারিত আসছে....................
33720 এই রকম আরও টপিক