শিরোনাম |
বেনাপোলের রায়পুরে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ছাবিয়া বেগমকে বাঁচানো যায়নি। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে-দুর্ঘটনায় আহত নারী ও এক পুরুষকে স্থানীয়রা উদ্ধার করে নাভারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে যশোর আড়াইশ বেডে রেফার করেন চিকিৎসক। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জানান মুমূর্ষ অবস্থায় ছাবিয়া বেগম নামে এক নারীকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। অপরজন পুরুষ। যারা ভর্তি করেন হাসপাতালে, তাদের কেউ নাম পরিচয় দিতে পারেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ মর্গে রাখা হয়েছে।