শিরোনাম |
❒ কালো রঙের প্রাইভেটকার জব্দ
যশোরের চৌগাছা উপজেলার সলুয়া বাজারে ফিল্মি স্টাইলে এক নারীর আড়াই লাখ টাকা ছিনতাই করে প্রাইভেটকারে পালানোর চেষ্টা ব্যর্থ করে দিয়েছে স্থানীয় জনতা। প্রাইভেটকারের পিছু নিয়ে জনতা ৩ ছিনতাইকারীকে ধরে গণপিটুনি শেষে পুলিশে সোপর্দ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের চৌগাছা থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। গণধোলাইয়ের শিকার ৩ ছিনতাইকারীর বাড়ি খুলনার লবণচোরা থানার ছাচিবুনিয়া গ্রামে।
আটককৃতরা হলেন-মৃত আব্দুল্লাহর ছেলে ইমন (৩০), মোঃ বিল্লালের ছেলে ইমরান (৩২) ও মোঃ মনিরের ছেলে সুমন।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়- হালিমা খাতুন নামের এক নারী সলুয়া বাজারের সোনালী ব্যাংক শাখা থেকে ২,৫০,০০০ টাকা উত্তোলন করে ব্যাগে নিয়ে সড়কে পা রাখতেই দ্রুতগতির একটি প্রাইভেটকার তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ওই নারীর ব্যাগ কেড়ে নেয় প্রাইভেটকারে ধাকা ৩ যুবক। তারা টাকার ব্যাগ নিয়েই দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এক পর্যায়ে উৎসুক জনতার কেউ কেউ মোটরসাইকেল নিয়ে প্রাইভেটকারের পিছু নেয়। এ সময় তারাও ধর ধর বলে চিৎকার দেন। এ সময় চারপাশ থেকে গ্রামবাসী ছুটে এসে প্রাইভেটকার ঘিরে ফেলেন। এক পর্যায়ে ৩ ছিনতাইকারীকে গাড়ি থেকে বের করে গণপিটুনি দেন উত্তেজিত জনতা। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে এসে ছিনতাইকারীদের উদ্ধার ও কালো রঙের একটি প্রাইভেটকার জব্দ করে চৌগাছা থানায় নেন।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে-তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনী ব্যবস্থা নেয়া হবে।
আইন-আদালত এই রকম আরও টপিক