সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানী

প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা,ঝরে গেল ১৯ জনের প্রাণ
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি , ২০২৫, ০৫:১৮:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2025-01-09_677fb12755dbc.JPG

❒ সংগ্রহীত ছবি:

মধ্য-আফ্রিকার দেশ চাদের রাজধানীতে প্রেসিডেন্ট কার্যালয়ে হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এই হামলায় সেখানে অন্তত ১৯ জনের প্রাণহানি ঘটেছে; যাদের বেশিরভাগই হামলাকারী। বুধবার দেশটির রাজধানী এন’জামেনায় প্রেসিডেন্ট কার্যালয়ে হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, বুধবার গভীর রাতে প্রেসিডেন্ট কার্যালয় ভবনের আশপাশের এলাকা থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ও রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেখানে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

সামরিক শাসনাধীন মধ্য-আফ্রিকার দেশটির রাজধানী এন’জামেনার কেন্দ্রস্থলে বুধবার স্থানীয় সময় রাত ৮টার কিছু আগে প্রেসিডেন্ট ভবনের কাছে ভারী অস্ত্রধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে।


চাদের সরকারের মুখপাত্র পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ বলেছেন, অন্তত ২৪ সদস্যের একটি কমান্ডো ইউনিট ‘‘অস্ত্র ও ছুরি’’ নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের রক্ষীদের ওপর হামলা চালিয়েছে। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত তাদের নিষ্ক্রিয় করেছেন।

তিনি বলেন, হামলাকারী দলটি বেসামরিক পোশাক পরেছিল এবং শহরের দক্ষিণের একটি দরিদ্র বসতি থেকে এসেছিল। কৌলামাল্লাহ এই হামলাকারীদের অসহায় বদমাশ হিসাবে উল্লেখ করেছেন।

দেশটির সরকারের এই মুখপাত্র বলেন, হামলাকারীদের মধ্যে একজন নিহত ও ৬ জন আহত হয়েছেন। সংঘর্ষে প্রেসিডেন্ট প্রাসাদের একজন নিরাপত্তা রক্ষী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

সংঘর্ষের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে কৌলামাল্লাকে সেনাসদস্যদের মাঝে সশস্ত্র অবস্থায় কথা বলতে দেখা যায়। সেনাসদস্য পরিবেষ্টিত ও বেল্টে বন্দুক গোঁজা অবস্থায় কৌলামাল্লাহ বলেন, ‘‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে... অস্থিতিশীলতা তৈরির চেষ্টা দমন করা হয়েছে।’’

এএফপিকে তিনি বলেন, হামলার সময় চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবী ইতনো প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেই ছিলেন। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য দেননি পররাষ্ট্রমন্ত্রী।

প্রেসিডেন্ট প্রাসাদে হামলার এই ঘটনায় সরকারের পক্ষ থেকে দেওয়া বিবরণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন দেশটির বিরোধী দলের সদস্যরা। দেশটির সংগঠন পলিটিক্যাল অ্যাক্টরস কনসালটেশন গ্রুপের (জিসিএপি) মুখপাত্র ম্যাক্স কেমকোয়ে বৃহস্পতিবার প্রেসিডেন্ট প্রাসাদের হামলার ঘটনাকে ‘‘দুর্ভাগ্যজনক সারসংক্ষেপ’’ এবং ক্ষমতায় থাকা ব্যক্তিদের সাজানো ‘‘নাটক’’ বলে অভিহিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লাহ বলেছেন, তিনি আজ আরও পরের দিকে দেশটিতে নিয়োজিত বিদেশি কূটনীতিকদের কাছে হামলার বিষয়ে বিবৃতি দেবেন। একই সঙ্গে দেশটির সরকারি প্রসিকিউটররাও এই বিষয়ে বিবৃতি দিতে পারেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র: এএফপি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝