সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ জমিয়তে উলামায়ে ইসলাম

যশোরে প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা
প্রকাশ : মঙ্গলবার, ৭ জানুয়ারি , ২০২৫, ১০:০৭:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2025-01-07_677d514aa4703.png

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলার শাখার সভাপতি মাওলানা নাজমুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরীর আহ্বানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যশোর জেলা প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মহাসচিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির যুগা মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-মাওলানা তালহা সভাপতি জমিয়ত ওলামায়ে ইসলাম নড়াইল জেলা। মাওলানা কাউসার আহমেদ সেক্রেটারি যুব জমিয়ত বাংলাদেশ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনকারী ঐতিহাসিক ও প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়ত ভারতের মাটি ইংরেজ সাম্রাজ্যবাদীদের থেকে মুক্ত করেছে। ১৯৭১ বাংলাদেশ স্বাধীনতার পক্ষে ভূমিকা রেখেছে। চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনেও রাজপথে থেকে আন্দোলন করেছে এবং গত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমীসহ অসংখ্য নেতা কর্মী কারাবরণ জুলুম নির্যাতন সহ্য করেছেন।
বিশেষ অতিথি মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া তার বক্তব্যে বলেন, ১০৫ বছরের সুপ্রাচীন সংগ্রামী সংগঠন জমিয়তের নিদর্শন সাদা কালো পতাকা। যে পতাকা বদরের যুদ্ধে বিজয় ছিনিয়ে এনেছিল। তেমনি এ পতাকা ১৯০ বছরের ইংরেজদের পরাধীনতার গোলামী থেকে মুক্ত করেছে। আগামী দিন রাজপথে জমিয়ত থাকবে। আপনারা জমিয়ত সমর্থিত প্রার্থীকে আপনাদের সমর্থন জানাবেন।
প্রধান অতিথি মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী ৬১ সদস্যের ৩ বছর মেয়াদি কমিটি ঘোষণা করেন। কমিটিতে মাওলানা হাবিবুর রহমানকে সভাপতি ও 
মাওলানা হারুনুর রশিদ কাসেমী সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।


উপদেষ্টামন্ডলীর সদস্য হয়েছেন-মাওলানা নাজমুল হক, মাওলানা আনোয়ারুল করিম যশোরী, মাওলানা তালহা,মাওলানা যায়নুল আবেদীন, মাওলানা আব্দুস সামাদ,মাওলানা আব্দুস সামাদ ও মাওলানা আকরাম হুসাইন।
নিবহিী কমিটি সহ-সভাপতি মাওলানা বেলাল হুসাইন, মাওলানা হাবিবুর রহমান, সদর ।মাওলানা কামরুজ্জামান, মুফতী মাহমুদুল হাসান যশোরী, মুফতী আবদুর রহমান এযাযী, মুফতী আমজাদ হুসাইন, মাওলানা উমর নাভারণ।


*যুগ্ম সাধারণ সম্পাদক* মুফতী নাঈমুর রহমান, সহ সাধারণ সম্পাদক মুফতী আনোয়ারুল ইসলাম, মুফতী তরিকুল ইসলাম, মুফতী আবু মুসা, মাওলানা আযীযুল হক, মাওলানা আব্দুল সাত্তার।
সাংগঠনিক সম্পাদক মাওলানা আশরাফ আলী, সহ সাংগঠনিক মাওলানা যুবায়ের আহমেদ, মাওলানা ইমাম হুসাইন, মুফতী আবু উবায়দাহ। প্রচার সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, সহঃপ্রচার সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, মুফতী আহসানুল করীম, অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য সম্পাদক মাওলানা আতাউল্লাহ, অফিস সম্পাদক মুফতী শহিদুল্লাহ, স্বেচ্চাসেবক সম্পাদক মাওলানা হুসাইন আহমাদ।
সদস্যবৃন্দ হলেন ইঞ্জিয়ার মারুফ, হাফেজ আবু দাউদ, মুফতী আবু সাঈদ, হাফেজ আঃ কুদ্দুস, মাওলানা ইমাম হুসাইন, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ফারুকুল ইসলাম, মাওলানা হুমায়ুন, মাওলানা নাজযুদ্দীন আহরার, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা নাসির হায়দার, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আরিফুবল্লাহ, মুফতী মাহফুজ, মুফতী মাহমুদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা হাসানুর রহমান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা রিয়াজ, মাওলানা নাজমুদ্দীন, মাওলানা শামসুর রহমান, মাওলানা আঃ কুদ্দুস, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা আল আমীন, মুফতী হউনুস আলী, মুফতী কাউসার হুসাইন, মুফতী মুফিজুর রহমান ইঞ্জিয়ার রাতুল হুসাইন, মাওলানা মঞ্জুরুল ইসলাম।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝