শিরোনাম |
❒ বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী
❒ বিক্ষোভ সমাবেশ ছবি:
নড়াইল সদরের টেংরাখালি হাজরাতলার ঐতিহ্যবাহি দেড়শ বছরের মন্দিরের জায়গা জাল দলিল সৃষ্টি করে দখলের অভিযোগে ফুঁসে উঠেছেন সনাতন সম্প্রদায়ের মানুষ। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সনাতন সম্প্রদায়ের মানুষের সাথে ভিন্ন ধর্মালম্বী বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা একাট্টা হয়ে মন্দির চত্বরে সমাবেশ ও মানববন্ধন করে প্রতিকার দাবি করেছেন।
হাজরাতলা মন্দির কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নড়াইল জেলা কমিটির আহবায়ক কল্যাণ মুখার্জি। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন-কলেজ শিক্ষক প্রশান্ত কুমার, স্থানীয় বিএনপি নেতা ওমর ফারুক, সিঙ্গাশোলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন মোল্যা, বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসনাত, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, ইউপি সদস্য মুশফিকুর রহমান, উৎপলেন্দু বিশ্বাস, রজত শুভ্র মল্লিকসহ অনেকে।
বক্তারা বলেন, মন্দিরের কোনো জায়গা-জমি কেউ দখল করে নিবে; সেটা আমরা মেনে নেবো না। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। সম্প্রীতি বজায় রাখতে চাই। আশা করছি টেংরাখালি হাজরাতলা মন্দিরের জায়গা দখলের অপচেষ্টা দ্রত সমাধান হবে। আমরা সব ধর্মের লোক এবং রাজনৈতিক নেতারা কোনো জমি দখলের চেষ্টা মেনে নেবো না।