সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ পুলিশ সুপার মনিরুল ইসলামের ব্রিফিং

সাতক্ষীরায় পিস্তলগুলি-ম্যাগজিনসহ আসাদুল গ্রেফতার
প্রকাশ : শনিবার, ৪ জানুয়ারি , ২০২৫, ০৪:০৫:০০ পিএম , আপডেট : শনিবার, ৪ জানুয়ারি , ২০২৫, ০৭:০৮:০১ পিএম
সাতক্ষীরা সংবাদদাতা:
Shornolota_2025-01-04_677932b174103.png

সাতক্ষীরা ডিবি পুলিশের জালে ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগাজিন ও ৬ রাউন্ড গুলিসহ অস্ত্র কারবারী আসাদুল গাজী (৩২) গ্রেফতার হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলনে মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

এরআগে গত বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে জেলা গোয়েন্দা পুলিশের এস আই আহমদ কবির দেবহাটার জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

অস্ত্র কারবারির নাম আসাদুল গাজী (৩২)। তিনি দেবহাটা থানার কলাবাড়ি গ্রামের মৃত জাফর গাজীর ছেলে।

সংবাদ সম্মেলনে সাতক্ষীরার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে দেবহাটা থানাধীন জগন্নাথপুর গ্রামস্ত কুলপুকুর এলাকায় ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। কুলপুকুর মোড়স্থ সাতক্ষীরা-শ্যামনগরগামী পাঁকা রাস্তার ওপর থেকে আসামি মো. আসাদুল গাজীকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে তার ডানহাতে থাকা দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন উদ্ধার করে। তার পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের ডান পকেটের ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এছাড়া আসাদুলের পরিহিত কালো রংয়ের জিন্সের জ্যাকেটের বাম পকেটের ভেতর থেকে দুই রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ একই মডেলের একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার বলেন, উদ্ধার করা তিনটি পিস্তলের ব্যারেলের গায়ে ইংরেজিতে খোদাই করে NO 110 MADE IN V. J. A IILLY এবং ব্যারেলের অপর পার্শ্বে ইংরেজীতে খোদাই করে CHINA লেখা। গুলির পেছনে ইংরেজিতে খোদাই করে K.F 7.65 লেখা।

তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা করা হয়েছে।

সংবাদ সিম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মো. সজীব খান, ডিআইও-১ মো. হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নিজামুদ্দিন মোল্লা, অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি পুলিশের এস আই আহমদ কবির প্রমুখ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝