সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
যশোরে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদের মানববন্ধন
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর , ২০২৪, ১০:১৯:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-12-26_676d82313018f.png

❒ যশোরে আন্তঃক্যাডার বৈষম্য পরিষদের মানববন্ধন ছবি:

যশোরে তিন দফা দাবিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ মানববন্ধন করেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। যশোরের কৃষি বিভাগের উপ-পরিচালক মোশারফ হোসেনের নেতৃত্বে মানববন্ধনে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ক্যাডার সার্ভিসের মধ্যে সমতা আনতে হবে। জনবান্ধব সিভিল সার্ভিস গঠন করতে হবে। উপসচিব পদে সকল কোটার অবসান করতে হবে। কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন করতে হবে। প্রত্যেক ক্যাডার ভিত্তিক পদন্নতির ব্যবস্থা করতে হবে। তাহলে বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব হবে। এজন্য দ্রুত তাদের দাবি বাস্তবায়নে অর্ন্তবর্তী সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড,মোশারফ হোসেন,কৃষিবিদ বখতিয়ার হোসেন,যশোর সিটি কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান সুজন, এমএম কলেজের এনাম হোসেন, নিতিশ চন্দ্র কর্মকার, ইমরুল হোসেন,এসএম আইয়ুব হোসেন প্রমুখ।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝