সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
‘কবি হেলাল হাফিজকে বিদ্রোহী সাহিত্য পরিষদের স্মরণ
প্রকাশ : শনিবার, ২১ ডিসেম্বর , ২০২৪, ০৯:০৮:০০ পিএম
স্বর্ণলতা নিউজ:
Shornolota_2024-12-21_6766da5ab3465.png

❒ ‘কবি হেলাল হাফিজকে বিদ্রোহী সাহিত্য পরিষদের স্মরণ ছবি:

কবিতা লিখে সাধারণ মানুষের কাছে পৌঁছে গেছেন কবি হেলাল হাফিজ। তার কবিতায় যেমন প্রেমের কথা আছে, বিরহের কথা আছে ঠিক তেমনই আছে খেটে খাওয়া মানুষের দুঃখ-দুর্দশার কথাও। তিনি কষ্ট নিয়ে কবিতা লিখেছেন। যার কারণে সাধারণ মানুষের মুখে মুখে হেলাল হাফিজের কবিতা শোনা যায়। 


শনিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫টায় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) আয়োজিত কবি হেলাল হাফিজ স্মরণানুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।
যশোর শহরের পোস্ট অফিসপাড়ার বিএসপির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণানুষ্ঠানে আলোচক ছিলেন কবি ড. শাহনাজ পারভীন, কবি নাঈম নাজমুল, কবি মঞ্জুয়ারা সোনালী, কবি শাহরিয়ার সোহেল।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সভাপতি কবি আহমদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
কবি হেলাল হাফিজের জীবনী পাঠ করেন কবি ভদ্রাবতী বিশ্বাস।
কবির কবিতা আবৃত্তি করেন আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, খাদিজা ইতু, সঞ্জয় নন্দী, কাজী নূর, মোস্তাফিজুর রহমান।
কবি হেলাল হাফিজের উপর নিবেদিত কবিতা পাঠ করেন এডিএম রতন, এম এ কাসেন অমিয়, অমল কান্তি সরকার, রবিউল হাসান, এসএম তোজাম্মেল হক, অ্যাড. মাহমুদা খানম, ইরফান খান প্রমুখ।


সভায় বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় মরোত্তর স্বাধীনতা পদক ও একুশের পদক দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে কবির আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝