সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ আপনি কি এখনই করতে চান?

গাড়িতেই অনৈতিক প্রস্তাব দেন গায়ক-ফাঁস করলেন ইমন
প্রকাশ : বুধবার, ২৭ নভেম্বর , ২০২৪, ০৩:২৯:০০ পিএম
স্বর্ণলতা বিনোদন ডেস্ক:
Shornolota_2024-11-27_6746e699022fa.JPG

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। লোকগানের পাশাপাশি আধুনিক হোক কিংবা রবীন্দ্রসংগীত, সব ধরনের গানেই পারদর্শী তিনি। বাংলাদেশেও বিভিন্ন সময় এসে পারফর্ম করে গেছেন এই গায়িকা। পেয়েছেন জাতীয় পুরস্কারও।


ক্যারিয়ারে ইমন একের পর এক সফলতা পেলেও এই সাফল্যের পেছনেও রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন।

ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি।


গায়িকার কথায়, ‘ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রেটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।’


বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ (আপনি কি এখনই করতে চান?

এরপর নাকি সেই গায়ক খুব ঘাবড়ে যান। ঘটনাটি সেখানেই শেষ হয়।

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর।

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপরই ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝