সোমবার , ২০ জানুয়ারি ২০২৫ , ৭ মাঘ ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রথম স্বামী ইসমাইলের মৃত্যু

রাত পোহাতেই কথিত প্রেমিককে নিয়ে পরীর খাসি জবাই
প্রকাশ : শনিবার, ২৩ নভেম্বর , ২০২৪, ০২:৫৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-11-23_67419cc5eaf22.JPG

❒ ফাইল ছবি:

বরাবরই আলোচনায় থাকেন ঢাকাই চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় মারা যান তার প্রাক্তন তথা প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার। এ ঘটনার পর আলোচনায় চলে আসে এই চিত্রনায়িকার অতীত ও তার ঘন ঘন সঙ্গী পাল্টানোর খবরও।


ঢালিউডের এই তারকার পেশাগত জীবন ছাপিয়ে বরাবরই ব্যক্তিজীবন সামনে চলে আসে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, উদ্‌যাপন- সবকিছুতেই যেন পরীমণি আলোচনার একটি নাম। বছরখানিক ধরে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন পরীমণি। কোনো একটা জায়গায় পরীর শূন্যতা থাকলেও কখনও অতীতের কোনো ছাপ রাখতে চাননি পরীমণি। সব ভুলে নিজের মতো করে সামনের দিকে এগিয়ে যেতেই ব্যস্ত থেকেছেন নায়িকা।

তবে কাজের সূত্রে যতটা না আলোচিত, ব্যক্তিগত জীবন নিয়ে তার চেয়ে বেশি সমালোচিত এই নায়িকা। এইতো দিন কয়েক আগে অনুরাগীদের বোকা বানাতে এক মজার ফন্দি আঁটেন পরীমণি। তার টাইমলাইন থেকে প্রকাশ হওয়া একটি ভিডিও ক্লিপ দেখে রীতিমতো নড়েচড়ে বসে দর্শকরা। আলিঙ্গনরত এক দৃশ্য দেখিয়ে পরীমণি বোঝাতে চান যে নতুন করে প্রেমে পড়েছেন পরীমণি। আদতে সেটা ছিল 'প্র্যাংক'। পরে সেই কথিত প্রেমিককেও দেখান পরীমণি। সেখানে সেই যুবককে বলতে শোনায়, 'গুজবে কান দেবেন না।' সেই পোস্টের ক্যাপশনে আবার পরীমণি লিখেছিলেন, ‘প্র্যাংকটা কি একটু বেশি হয়ে গেছিল?’


তখন ওই ভিডিওতে যেই যুবককে দেখা গিয়েছিল, তিনি একজন কোরিওগ্রাফার এবং একটি ফ্যাশন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী।


সেই একই ব্যক্তিকে আবার দেখা গেল পরীমণির নতুন এক ভিডিওতে। শনিবার সকালে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। সেখানে দেখা যায়, একটা ছাগল (খাসি) জবাই দিয়ে উলটা করে ঝুলানো। অর্থাৎ মাংসের জন্য চামড়া ছাড়িয়ে নিচ্ছেন কসাইরা। ঠিক তার পাশেই দেখা গেল পরীর সঙ্গে প্র্যাংক এ অংশ নেওয়া সেই কোরিওগ্রাফার যুবক তথা কথিত ওই প্রেমিককে। সঙ্গে পরীমণিও ছিলেন। তবে কথা বলছিলেন, ক্যামেরার সামনে আসছিলেন না। সেখানে বিভিন্ন গল্পে আড্ডায় মেতে ওঠেন তারা।

ভিডিওটিতে পরীমণির মেয়ে প্রিয়মকেও এক ঝলক দেখা যায়। এ সময় প্রিয়মের সঙ্গেও মজা করে কথা বলেন পরী।

সেই পোস্টের ক্যাপশনে পরী লেখেন, ‘আমার মেয়ে প্রথমবার তার মামা বাড়ি এসেছে! মামা বাড়ি মধুর হাঁড়ি।’

তবে ভিডিওটি দেখে পরীমণির অনুরাগীরা তাদের সবাইকে শুভকামনা জানতে ভোলেন নি, ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্য ঘর।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝