শিরোনাম |
❒ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা ও সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা
যশোরের নওয়াপাড়ায় আকিজ সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ইন্টারনেটের ব্যবহারে সচেতনতা ও সেবার মান উন্নয়নে মতবিনিময় সভা। বিপুল লোকসমাগম ও আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে মতবিনিময় সভা রুপ নিয়েছিল মিলন মেলায়।
আজ সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় ‘দেশ-সেরা স্পিড’র খ্যাতি অর্জনকারী ইন্টারনেট ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘অরবিট’ যশোর আঞ্চলিক অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-সংস্থাটির জিএম জহির উদ্দিন ভূঁইয়া। যশোর আঞ্চলিক অফিসের চেয়ারম্যান মীর মোশাররফ হোসেন বাবু স্বাগত বক্তব্য রাখেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন-অরবিট’ ২৪ ঘন্টা সার্ভিস দিচ্ছে। এরমধ্যে আকর্ষণীয় প্যাকেজ চালু করা হয়েছে। ফ্রি টক টাইমসহ নানা ফিচার যুক্ত হওয়ায় অরবিটকে এখন অনুকরণ ও অনুস্মরণ করছে অন্যান্য নেট ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। এরমধ্যে এমন সব আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়েছে, যার ধারের কাছেও নেই অন্য নেট ব্যবসায়ী সংস্থাগুলো।
কানেক্টেড থাকুন, দেশ-সেরা স্পিডে অরবিট ইন্টারনেটের সাথে’ শ্লোগানকে সামনে রেখে অরবিট দেশজুড়ে এগিয়ে যাচ্ছে, হুহু করে বাড়ছে গ্রাহক সংখ্যা। গ্রাহকের নানা সুযোগ সুবিধা নিশ্চিত করাসহ সেবার মান উন্নয়ন, ফ্রি টক টাইম, ফ্রি বঙ্গ, ফ্রি কানেক্টিভিটি, আইপি ভি-৬ সহ নানা সুবিধা নিশ্চিত করেছে অরবিট কর্তৃপক্ষ। সেই সাথে ২৪/৭ সাপোর্ট হটলাইন ১৬৫৯০ ও যশোর হেল্পলাইন ০৯৬৪৩৬৬৬৭৭৭ ও ০১৩১৮৩৩৬৮৬৬ নম্বরে ফ্রি কল করে যেকোনো সমস্যা সমাধান পাচ্ছেন গ্রাহক, যা অন্যসব ইন্টারনেট ব্যবসা প্রতিষ্ঠানে এখনো চালু হয়নি।
যশোর আঞ্চলিক অফিসের এডমিন হাদিউজ্জামান মুন অরবিটের নানা সুযোগ সুবিধা নিয়ে বক্তব্য রাখেন। তাঁর পরিচালনায় ঢাকা অফিসের জিএম ছাড়াও বক্তব্য রাখেন-শুভ সরকার, শোভন, নাজমুল হোসেন, মাজেদুল ও আরিফ প্রমুখ।
এরবাইরে যশোর অফিসের তিলক পাল ও এরশাদ আলী নেট ব্যবহারকারীদের নানা সুবিধার কথা তুলে ধরেন। এ সময় গ্রাহকের নিরাপত্তা নিশ্চিতকরণের প্রসঙ্গ বেশি গুরুত্ব পায়। অরবিটের নানা সুযোগ-সুবিধা ও গ্রাহকের সাময়িক অসুবিধার বিষয় নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-অভয়নগরের ডিস্ট্রিবিউটার জিএম বাচ্চু, কামাল হোসেন, নাসির উদ্দিন, আবুল কাশেম, পলাশ, আব্দুল মজিদ, পবিত্র. প্রদীপ দাস, ঝিকরগাছার সবুজ, বাঘারপাড়ার কৃষ্ণ বাবু, কাকলী বেগম, মনিরুল আলম মিশন প্রমুখ।
সকাল ১১টায় শুরু হয়ে উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা চলে দুপুর সোয়া ২ টা পর্যন্ত। তারপর শুরু হয় লাঞ্চ পর্ব। বিকেলে দ্বিতীয় পর্বে টেকনিক্যাল বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বের অনুষ্ঠান ‘স্বর্ণলতা ডট নিউজ’ পোর্টালের অফিসে ফেসবুক পেজে লাইভ দেখানো হয়।
বিনোদন এই রকম আরও টপিক