শিরোনাম |
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা করেছে যশোর জেলা পূজা উপদযাপন পরিষদ। সোমবার বিকেলে শহরের লালদীঘির পাড়ে হরিসভা মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দীপংকর দাস রতন।
বক্তারা বলেন, হিন্দু মুসলিম বিভাজন বলে কিছু নেই। এই দেশ হিন্দু মুসলিম সকলের। একে অপরের ধর্মীয় উৎসবে অংশ নেয়া আমাদের সংস্কৃতি। পরিকল্পিতভাবে কেউ যদি এই সংস্কৃতির আবহাওয়াকে পরিবর্তন করতে চায় তাহলে যশোরবাসীকে সাথে নিয়ে সেটা প্রতিহত করবো। তারপরও বিচ্ছিন্নভাবে কোন ঘটনা যদি ঘটেও সেটা যেন বড় কোন ইস্যূ না হয়। এখন বিভেদের সময় না, সবাই মিলে উৎসব উদযাপনের সময়।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের পরিচালনায় বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, হারুন অর রশীদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী হাবিবা শেফা, বাঁচতে শেখার নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ, সচেতন নাগরিক কমিটি যশোরের সভাপতি শাহীন ইকবাল, যশোর কলেজের অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা, উদীচী যশোরের সহ-সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোরের সাধারণ সম্পাদক তসলিম-উর-রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, স্বাধীন শিক্ষক পরিষদের সভাপতি মোয়াজ্জম হোসেন, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, কালেক্টরেট স্কুলের অধ্যক্ষ মোদাচ্ছের হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দোলাল সমাদ্দার, অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, যুগ্ম সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা পূজা উদযাপর পরিষদের সাধারণ সম্পাদক রবিন পাল, শহর শাখার সাধারণ সম্পাদক উৎপল ঘোষ ও সদস্য গৌরব ঘোষ। সূত্রঃগ্রামের কাগজ
মতামত এই রকম আরও টপিক