শিরোনাম |
কক্সবাজার টেকনাফের নাফ নদীর ওপার সীমান্তের মিয়ানমারের লালচর এলাকা নামক স্থানে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
তথ্য নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত নাফনদীর সীমান্তবর্তী এলাকা সংলগ্ন মিয়ানমারের লালচরে এ ঘটনাটি ঘটেছে।
আহত ওমর ফারুক (১৮) অত্র উপজেলা হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে।
ঘটে যাওয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানান, মাইন বিস্ফোরণে আহত ওমর ফারুক মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে (আনার ঘোলা) নামক ফল সংগ্রহ করতে টেকনাফের হোয়াইক্যং নাফনদীর সীমান্তবর্তী এলাকার ওপার সীমান্তের লালচরে প্ষপ্রবেশ করে। এসময় হঠাৎ করে মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সৈনিকদের পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ডান পায়ে গুরুতর জখম হয়ে যায়।
ঘটে যাওয়া বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতে পারলে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেছে বলেও জানান তিনি।
সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ বর্ডার গার্ড টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সীমান্ত এলাকা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশে করেছে। সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওই যুবক আহত হয়েছে।
নিজ দেশের সীমানা অতিক্রম করা থেকে বিরত থাকার পাশাপাশি নাফনদী সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকারও আহ্বান জানান এই কর্মকর্তা।
32027 এই রকম আরও টপিক