সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মিয়ানমারের লালচরে মাইন বিস্ফোরণে বাংলাদেশি তরুণ হাসপাতালে
প্রকাশ : মঙ্গলবার, ১ অক্টোবর , ২০২৪, ১০:২০:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-10-01_66fc218a7cd53.png

কক্সবাজার টেকনাফের নাফ নদীর ওপার সীমান্তের মিয়ানমারের লালচর এলাকা নামক স্থানে মাইন বিস্ফোরণে ওমর ফারুক নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।

তথ্য নিয়ে জানা গেছে, মঙ্গলবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের অন্তর্গত নাফনদীর সীমান্তবর্তী এলাকা সংলগ্ন মিয়ানমারের লালচরে এ ঘটনাটি ঘটেছে।


আহত ওমর ফারুক (১৮) অত্র উপজেলা হোয়াইক্যং ইউপির ২ নম্বর ওয়ার্ড উত্তর পাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে।

ঘটে যাওয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান আরও জানান, মাইন বিস্ফোরণে আহত ওমর ফারুক মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে (আনার ঘোলা) নামক ফল সংগ্রহ করতে টেকনাফের হোয়াইক্যং নাফনদীর সীমান্তবর্তী এলাকার ওপার সীমান্তের লালচরে প্ষপ্রবেশ করে। এসময় হঠাৎ করে মিয়ানমার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সৈনিকদের পুঁতে রাখা একটি মাইন বিস্ফোরিত হওয়ার সঙ্গে সঙ্গে ওমর ফারুকের ডান পায়ে গুরুতর জখম হয়ে যায়।

ঘটে যাওয়া বিষয়টি তার পরিবারের সদস্যরা জানতে পারলে সেখান থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উখিয়া কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেছে বলেও জানান তিনি।

সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বাংলাদেশ বর্ডার গার্ড টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের সীমান্ত এলাকা অতিক্রম করে মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশে করেছে। সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ওই যুবক আহত হয়েছে।

নিজ দেশের সীমানা অতিক্রম করা থেকে বিরত থাকার পাশাপাশি নাফনদী সংলগ্ন স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকারও আহ্বান জানান এই কর্মকর্তা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝