সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
আবুধাবিতে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা
প্রকাশ : সোমবার, ৩০ সেপ্টেম্বর , ২০২৪, ০৪:০৮:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-30_66fa78ac5a871.JPG

❒ প্রতীকী ছবি:

আবুধাবিতে মহিন উদ্দিন লিটন নামে এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত লিটন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ ইউনিয়নের শ্যামেরগাঁও কেয়াম উদ্দিন হাজী বাড়ীর আবদুল ছালামের ছেলে। তিনি ১ মেয়ে ২ ছেলের জনক।

নিহতের ছেলে আশরাফুল ইসলাম রিমন জানান, তার বাবা সাড়ে ৩ বছর আগে জীবিকার তাগিদে আবুধাবি গিয়ে আল খাতাম নামক স্থানে একটি মাজরা চাকরি নেয়। গত শুক্রবার কর্মস্থলের পাশে দুর্বৃত্তরা কুপিয়ে মৃত্যু হয়েছে ভেবে রেখে চলে যায়। পরে পথচারীরা লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্বার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে।

এরমধ্যে দুদিন স্বামীর কোন খোঁজ-খবর না পাওয়ায় নাছিমা আক্তার সেখানে অবস্থানকারী তার ভাই জাহিদুল ইসলাম টিটুকে ফোন করে তার স্বামীর বিষয়টি জানায়। টিটু ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তার ভগ্নিপতি মহিউদ্দিন লিটন গুরুতর আহত অবস্থায় হাসপিতালে ভর্তি আছে। শনিবার দেশের স্থানীয় সময় সকাল ৭টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত বাংলাদেশি মহিন উদ্দিন লিটনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছে পরিবার।


বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বিজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজাল।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝