সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহতের পর....

সুরক্ষিত স্থানে নেয়া হলো ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে
প্রকাশ : রবিবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৪৪:০০ পিএম , আপডেট : রবিবার, ২৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৩:৪৬:৩৪ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-29_66f92199b2c42.JPG

❒ ফাইল ছবি:

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন দেশটির কয়েকজন কর্মকর্তা। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে ইসরায়েল হত্যা করার পরিপ্রেক্ষিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।


হিজবুল্লাহর সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর ইরানের রেভল্যুশনারি গার্ড তাদের সব সদস্যদের যেকোনো ধরনের যোগাযোগ ডিভাইসের ব্যবহার বন্ধের নির্দেশ দেয়। লেবানন ও হিজবুল্লাহ বলেছে, এসব পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পেছনে ইসরায়েলের হাত রয়েছে। যদিও ইসরায়েল এসব হামলার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো মন্তব্য করেনি।


ইরানের দুইজন আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে জানান, খামেনিকে দেশটির একটি সুরক্ষিত অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ওই কর্মকর্তারা আরো জানান, নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে হিজবুল্লাহ ও তাদের অন্য আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে ইরান।


গতকাল শনিবার ইরানের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বৈরুতে ইসরায়েলের যে বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হয়েছেন ওই একই হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আব্বাস নিলফোরৌশনও নিহত হয়েছেন। গত বছরের অক্টোবের গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সহিংসতায় রেভল্যুশনারি গার্ডের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছেন।

এদিকে নাসরুল্লাহকে হত্যার বিষয়ে ইসরায়েলের ঘোষণার পর এক বিবৃতিতে খামেনি বলেছেন, ‘এখন প্রতিরোধ শক্তিগুলো এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবে এবং হিজবুল্লাহ থাকবে এর সামনের সারিতে।’

নাসরুল্লাহর মৃত্যু ইরানের জন্য একটি বড় ধাক্কা। নাসরুল্লাহ হিজবুল্লাহকে আরব বিশ্বে ইরানের ছায়া বাহিনীগুলোর মধ্যে অন্যতম শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝