শিরোনাম |
❒ ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার,একাধিক অভিযোগে মামলা
অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ওই তরুণী বাংলাদেশি। তার কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তার নাম আরোহি বারদে। ভারতে বেশ কয়েকটি অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভারতীয় পুলিশ জানিয়েছে, আরোহি বারদে বা রিয়া বারদে নামে পরিচিত বাংলাদেশি তরুণীর কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, রিয়া এবং তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তারা সবাই অনেকদিন ধরে অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাস করছেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অমরাবতী এলাকার এক বাসিন্দা রিয়া বারদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। সেখানে এক ব্যক্তিকে বিয়ে করেন রিয়ার মা; বর্তমানে তারা দুজন কাতারে অবস্থান করছেন।
ওটিটিভিত্তিক অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করেন আরোহি বারদে। ছবি: ভিডিও থেকে নেয়া।
রিয়া এবং তার পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
রিয়ার সব কাগজপত্রই খতিয়ে দেখছে পুলিশ। তার কাছ থেকে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
পুলিশ আরও জানিয়েছে, রিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি তৈরি করা, অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সূত্র: এনডিটিভি