সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার,একাধিক অভিযোগে মামলা

ভারতে ‘বাংলাদেশি’ তরুণী গ্রেফতার,তিনি অ্যাডাল্ট ওয়েব সিরিজের অভিনেত্রী
প্রকাশ : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:৫৯:০০ পিএম
স্বর্ণলতা আন্তর্জাতিক ডেস্ক:
Shornolota_2024-09-27_66f6ac99c4869.JPG

❒ আরোহি বারদে ওরফে রিয়া ছবি:

অবৈধভাবে দীর্ঘদিন ধরে ভারতে বসবাসের অভিযোগে এক তরুণীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর দাবি ওই তরুণী বাংলাদেশি। তার কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তার নাম আরোহি বারদে। ভারতে বেশ কয়েকটি অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করেছেন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভারতীয় পুলিশ জানিয়েছে, আরোহি বারদে বা রিয়া বারদে নামে পরিচিত বাংলাদেশি তরুণীর কাছ থেকে ভুয়া ভারতীয় পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, রিয়া এবং তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তারা সবাই অনেকদিন ধরে অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাস করছেন।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানিয়েছে, অমরাবতী এলাকার এক বাসিন্দা রিয়া বারদের জাল নথি তৈরি করতে সাহায্য করেছেন। সেখানে এক ব্যক্তিকে বিয়ে করেন রিয়ার মা; বর্তমানে তারা দুজন কাতারে অবস্থান করছেন।

ওটিটিভিত্তিক অ্যাডাল্ট ওয়েব সিরিজে অভিনয় করেন আরোহি বারদে। ছবি: ভিডিও থেকে নেয়া।

রিয়া এবং তার পরিবারের সদস্যদের আর কারা জাল নথি দিয়ে পাসপোর্ট করতে সাহায্য করেছে তাদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিয়ার সব কাগজপত্রই খতিয়ে দেখছে পুলিশ। তার কাছ থেকে আরও কোনো তথ্য পাওয়া যায় কি না, তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ আরও জানিয়েছে, রিয়া এবং তার পরিবারের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, জাল নথি তৈরি করা, অবৈধভাবে বসবাস করাসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝