সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ দেশে ফেরা অনিশ্চিত

সাকিবের দায়িত্ব নেবে না বিসিবি-জানালেন সভাপতি ফারুক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর , ২০২৪, ১১:১৫:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2024-09-26_66f597a55e6bd.jpg

❒ সংগ্রহীত ছবি:

আওয়ামী লীগ সরকারের পতনের সময় দেশে ছিলেন না সাকিব আল হাসান। তারপরও তাঁর নামে হয়েছে হত্যা মামলা। আদাবর থানা গার্মেন্টসকর্মীর নামে প্রাণহানির মামলায় আসামি তিনিও। সেই হত্যা মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছেন সাকিব। এখন খেলছেন ভারতে।


তবে আগামীকাল থেকে শুরু কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। দেশের মাঠে আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টই হবে সাকিবের শেষ টেস্ট ম্যাচ। কিন্তু এই সিরিজে খেলতে দেশে আসতে পারবেন কি ৩৭ বছর বয়সী অলরাউন্ডার?


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আশ্বাস পেলে মিরপুরে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চান তিনি। কিন্তু তাঁর দেশে ফেরা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি জানলেও বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আশ্বাস দিতে পারেননি।


আজ ছিল বিসিবির পরিচালনা পর্ষদের সভা। দীর্ঘ ৪ ঘণ্টার ম্যারাথন সভা শেষে সংবাদ সম্মেলনে আসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় সাংবাদিকদের তিনি সাকিবের অবসরের প্রসঙ্গে বলেন, ‘সাকিব একটা-দুইটা সংস্করণ থেকে বিদায় নিতে চাচ্ছে। তার পুরো ভিডিওটা (সংবাদ সম্মেলন) দেখেছি। আমার সঙ্গে যেটা কথা হয়েছে, ঠিক সেটিই তুলে ধরেছে।’

কানপুরে নাকি মিরপুরে—কোথায় হবে সাকিবের অবসর ভেন্যু? সাকিব কি দেশে অবসর নিতে পারবেন? তবে এ ব্যাপারে বোর্ডের কিছুই করার নেই বলে জানালেন বিসিবি সভাপতি, ‘এই পর্যায় থেকে তার মামলার ব্যাপারে কী হবে, আমি বলেছি বোর্ডের তেমন কিছু করার নেই। ও যদি শেষ টেস্ট খেলতে পারে খুব ভালো হবে। সিদ্ধান্ত ওকেই নিতে হবে। বোর্ড থেকে নিশ্চয়তা দিতে পারব না। এটা অবশ্যই উচ্চপর্যায় থেকে আসতে হবে।’

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আর বাংলাদেশে আসেননি সাকিব। এ সময় তিনি ছিলেন নিউইয়র্কে পরিবারের সঙ্গে। সেখান থেকে রাওয়ালপিন্ডি গিয়ে খেলেন দুই টেস্ট সিরিজ। এরপর সতীর্থরা দেশে ফিরলেও সাকিব একটি কাউন্টি খেলতে চলে ইংল্যান্ডে। সেখানে থেকে ভারতে গিয়েছেন দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলতে।

সংসদ সদস্য হওয়ায় সরকার পতনের পর মামলা হয় সাকিবের নামে। সম্প্রতি শেয়ার কেলেঙ্কারিতে জড়িত থাকায় ৫০ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে। তার মধ্যে চোখে সমস্যা ও ব্যাটে রান খরা নিয়ে অনেক দিন ধরে কানাঘুষা চলছিল তাঁকে দল থেকে বাদ দেওয়ার। এরই মধ্যে যোগ হয়েছে আঙুলে চোটে পড়ার গুঞ্জনটিও।

সাকিবের এমন কঠিন সময় যাচ্ছে দেখে তাঁকে সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়ে বলেননি ফারুক আহমেদ। এ নিয়ে তিনি বলেন, ‘সাকিব জীবনের কঠিন একসময় পার করছে, সব দিক থেকেই। আমার আসলে তাকে খুব বেশি কিছু বলার ছিল না। সে যে কারণ দেখিয়েছে, বোঝানোর চেষ্টা করিনি। একটা খেলোয়াড় যখন বুঝতে পারে তার সময়…সে মনে করেছে সংক্ষিপ্ত সংস্করণে নতুন কারও জায়গা নেওয়ার এখন সঠিক সময়। টেস্টেও সে খেলতে চেয়েছিল, ঢাকা থেকে অবসর নিতে চায়। এটাকে সম্মান জানিয়েছি।’

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এবং সাকিব দেশে এলে কী হতে পারে সেটি বিসিবি সভাপতি আরও বলেন, ‘বাংলাদেশ অনিরাপদ না, আমি তো এখানেই থাকি। তবে কার জন্য নিরাপদ কার জন্য অনিরাপদ এটা একটু আপেক্ষিক ব্যাপার। সাকিব আর আমরা হয়তো একই লাইনে নাই। সে রাজনীতিবিদ, সবাই জানে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। সব ব্যাপার মিলিয়ে সে নিরাপদ না।’

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝