সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ তারা কী ২৬ সেপ্টেম্বরকেই বেছে নেন নাকি সবই কাকতলীয়

বছরের ব্যবধান হলেও একই তারিখে সাকিব-তামিমের অবসর
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর , ২০২৪, ০৭:২৩:০০ পিএম
স্বর্ণলতা ক্রীড়া ডেস্ক:
Shornolota_2024-09-26_66f560d7070f3.jpg

❒ ফাইল ছবি:

ক্রিকেট ইজ আ ফানি গেম—ব্যবহারে ব্যবহারে ক্লিশে এই কথাটাই যেন কীভাবে বারবার সামনে চলে আসে। ক্রিকেট কখনো কখনো এমন এমন বাঁকে দাঁড় করিয়ে দেয় একজন ক্রিকেটারকে, সি এল আর জেমস তাঁর ‘বিয়ন্ড আ বাউন্ডারি’ বইয়ে বহু আগেই বলে দিয়েছেন, ‘তারা ক্রিকেটের কী বোঝে যারা শুধু ক্রিকেটই বোঝে’! সাকিব আল হাসান–তামিম ইকবালের বিষয়টি যেন আপামর ক্রিকেট-ভক্তদের কাছে এমনই। যাঁদের বিষয়াদি শুধুই ক্রিকেট দিয়ে আর মাপা যায় না!


চলুন, ফ্ল্যাশব্যাকে এক বছর আগে ফিরে যাওয়া যাক। ২০২৩ সালের ঠিক এই দিনে ঠিক এমনই এক বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের দল ঘোষণা করলেন বিসিবির নির্বাচকেরা। বাংলাদেশ দল ঘোষণা নিয়ে তখন কদিন ধরেই মেঘ গুঁড়গুঁড় করছিল দেশের ক্রিকেট-আকাশে। বিশ্বকাপের দলে মাহমুদউল্লাহকে নিয়ে সংশয় থাকলেও সে সমস্যার সমাধান হতেই আকস্মিকভাবে ইস্যু টার্ন করল অন্য দিকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ঘোষিত দলে নেই তামিম ইকবাল!


অথচ তামিম তখন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আজ থেকে ঠিক এক বছর আগে ২৬ সেপ্টেম্বরেই বিশ্বকাপ দলে তামিমের না থাকা নিয়ে টালমাটাল দেশের ক্রিকেট। এর পরের ঘটনাও নিশ্চয়ই জানেন। তামিম একটি ভিডিও বার্তায় বললেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’ ঠিক এক বছর পর আজ সাকিব অবসরের ঘোষণা দিলেন টেস্ট আর টি-টোয়েন্টি থেকে। বিদায় ঘোষণায় সাকিবও চাইলে বলতে পারতেন, ‘আমাকে মনে রাইখেন। ভুলে যাইয়েন না।’


মজার ব্যাপার, বাংলাদেশ টেস্ট দলের সদস্য না হয়েও তামিম কিন্তু এই মুহূর্তে কানপুরেই আছেন। ভারত সিরিজে তিনি ধারাভাষ্যকর হিসেবে কাজ করছেন। চেন্নাইয়ে মাইক্রোফোন হাতে সাকিবের ফিটনেস নিয়ে তাঁর সন্দেহ-সংশয় নতুন করে আলোচনার ঝড় তুলেছে। কথা উঠেছে সাকিবের ফিটনেস ইস্যু নিয়ে। আর তাতে সাকিবের একাদশে রাখা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। ঠিক এক বছর আগে ফিটনেস ইস্যুতে তামিমকে নিয়ে আগুনগরম মন্তব্য করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিবও।

আগামীকাল থেকে শুরু কানপুরে টেস্টে খেলা ছাপিয়ে ধারাভাষ্যকক্ষে নিশ্চিত আবার আসবে সাকিব-প্রসঙ্গ। অবসরের ঘোষণার পর এই আলোচনা আবারও জোরালো হবে নিশ্চিত। তামিম নিশ্চয়ই অনেক কিছু বলবেন সাকিবকে নিয়ে। দুই ‘বন্ধু’র কাছে ‘২৬ সেপ্টেম্বর’ তারিখটা এভাবে মিলে যাবে, কে ভেবেছিল! আসলেই ঠিক, ক্রিকেট ইজ আ ফানি গেম!

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝