শিরোনাম |
❒ আয়োজকরা চান মামলার তদন্ত ও অপরাধীদের শাস্তি
যশোরে বর্ণাঢ্য আয়োজনে প্রয়াত নায়ক সালমান শাহের ৫৪তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে কাঠেরপুল যুব সংঘের আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় স্মৃতিচারণমুলক আলোচনা সভা, কেককাটা, সালমান শাহের সিনেমা প্রদর্শন ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের অসংখ্য সালমানভক্তরা অংশ নেন।
ভক্তরা স্মৃতিচারণ মুলক আলোচনায় বলেন, সালমান শাহকে হত্যা করা হয়েছে অথচ একটি চক্র বিভিন্নভাবে তা আত্মহত্যা বলে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে। সালমান শাহের মৃত্যুর পর তারা আওয়ালীগ ও বিএনপির শাসন আমল দেখেছেন। কিন্তু ন্যায় বিচার পাননি। এবার অন্তবর্তিকালীন সরকার প্রধান ড.মো ইউনুসের কাছে সালমান হত্যা মামলার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানান।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া জানান, ১৯ সেপ্টেম্বর জন্মদিন উপলক্ষে তারা রাত ১২ টা ১ মিনিটে কেক কাটেন। এছাড়া এ উপলক্ষে প্রজেক্টরের মাধ্যমে সালমান শাহের অভিনীত বিভিন্ন সিনেমা প্রদর্শন করা হয়। এছাড়া সালমান শাহ স্বরণে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
অনুষ্ঠানে আরও অংশ নেন সালমান ভক্ত নিয়ামুল হাসান বাবু, রিকি খান, বিকে লিটন, ফারুক হোসেন, হাবীব, নিরু, রেহান ইসলাম, সেতু, সাফিন মুবিন, নান্টু হোসেন, প্রমুখ।
বিনোদন এই রকম আরও টপিক