শিরোনাম |
যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর সদর উপজেলার সামনে ঐতিহ্যবাহী একটি বটগাছ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাস্তায় উপড়ে পড়েছে। কয়েকদিনের টানা বর্ষণের কারণে মাটি নরম হওয়ায় বটগাছটি উপড়ে পড়েছে বলে ধারণা স্থানীয় সচেতন মহলের। ফায়ার সার্ভিসের কর্মকর্তাও বলেছেন একই কথা। গাছটি সড়কের ওপরে পড়ার কারণে সকাল ৯ টা থেকে প্রায় দেড় ঘন্টা যশোর নড়াইল সড়কের সকল যান চলাচল বন্ধ ছিল। সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিসের একটি টিম সড়কের উপরে পড়ে থাকা গাছটি কেটে সড়কে যানবাহন চলাচলের ব্যবস্থা করেছে।
যশোর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন-অতি বর্ষণের কারণে গাছের গোড়া নরম হয়ে যাওয়ার কারণে গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে। যে কারণে দেড় ঘন্টা এই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ সকাল সাড়ে ১০টার দিকে শেষ হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে গাছটি সড়কের উপরে গোড়া থেকে উপড়ে পড়ে যাওয়ার কারণে গাছের নিচে বিষ্ণুর সেলুন দোকান, আক্তারের চায়ের দোকান, মানিকের হোমিওপ্যাথি দোকানসহ ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিষ্ণুর সেলুনের দোকান। দোকানটি দুমড়ে মুচড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ইতিহাস-ঐতিহ্য এই রকম আরও টপিক