শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম মোমবাতি জ্বালিয়ে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিলো শিক্ষার্থীরা,ক্ষোভে ফুঁসলেন অভিভাবকরা ডলার টপকে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল বাংলাদেশে আটকে আছে ৩ লাখের বেশি পাকিস্তানি রুপদিয়ায় প্রকাশ্য দিবালোকে ১৪টি বাড়িঘর ভাংচুর লুটপাট নিয়ে তোলপাড় সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ বন্ধ হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের আহবান ড. ইউনূসের যশোরে ঐহিতাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি পালন প্রেমিকাকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও নেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়ায় এমএম কলেজছাত্র গ্রেফতার মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই তালায় বজ্রপাত কেড়ে নিলো গৃহবধূর প্রাণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
অভিনেত্রী হিমুর মৃত্যু,বেরিয়ে পড়লো চাঞ্চল্যকর তথ্য
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৪, ০৯:৪২:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-12_66e30c0c06a81.JPG

❒ সংগ্রহীত ছবি:

রহস্যজনক মৃত্যু হয় ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমুর। মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। চার্জশিটে হিমুর কথিত ‘বয়ফ্রেন্ড’ জিয়াউদ্দিন রুফিকে অভিযুক্ত করা হয়েছে।


ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন এ মামলার চার্জশিট দাখিল করেছেন সোমবার (৯ সেপ্টেম্বর)। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক সূত্র।


চার্জশিটে বলা হয়, ছোটপর্দার অভিনেত্রী হুমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরে থাকতেন। অভিনেত্রীর দীর্ঘ দুই দশকের ক্যারিয়ারে ছিল নানা চড়াই-উৎরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার। একপর্যায়ে বিবাহবিচ্ছেদ হয় তার।


হিমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামে একজন। আত্মহত্যার ছয় মাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি মাঝেমধ্যে ওই বাসায় রাত্রিযাপন করতেন তিনি।

সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন হিমু। এ নিয়েই তাদের মনোমালিন্য হয়। তখন হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন রুফি। পরে গত বছরের ২ নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রাগে ও অভিমানে অভিনেত্রী এমনটা করেছেন বলে জানা যায়। ঘটনার রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।

মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায়রা হিমু। ২০০৬ সালে টেলিভিশনে ‘ছায়াবীথি’ নাটকে প্রথম অভিনয় করেন তিনি। একই বছর ‘প্রাইভেট ইনভেস্টিগেটর’ নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন।। বড় পর্দাতেও অভিনয় করেছেন হিমু। ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝