শিরোনাম |
❒ সেনাবাহিনীর হাতে গ্রেফতার ৩
ঢাকার সাভারে সাব-রেজিস্ট্রি অফিসে আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপিপন্থি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত তিন জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার বেলা পৌনে ৩টার দিকে সাভার থানার পাশে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে আটক করে।
দলিল লেখক ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখকদের একটি সমিতি রয়েছে। ওই সমিতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগের সমর্থিত লোকজন দায়িত্বে ছিলেন। তবে সরকার পতনের পর তারা রেজিস্ট্রি অফিসে না আসায় বিএনপি সমর্থিত দলিল লেখকরা নিজেদের লোকজন বসিয়ে সমিতির নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। এ ছাড়াও বিএনপি সমর্থিত দলিল লেখক আফসারকে আহ্বায়ক ও আক্তারকে সদস্যসচিব করে পাঁচ সদ্যস্যের একটি আহ্বায়ক কমিটি করার প্রস্তুতি নেওয়া হয়। তবে বিএনপি সমর্থিত হাসান নামে অপর এক দলিল লেখক ওই সমিতির সদস্যসচিব হতে চাওয়ায় তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়।
সোমবার দুপুরে অন্য দলিল লেখকদের সই নেওয়ার জন্য বের হলে রেজিস্ট্রি অফিসের আঙিনায় আফসার ও হাসানের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিন জনকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর দল ঘটনাস্থলে গিয়ে দলিল লেখক হাসানসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’
31572 এই রকম আরও টপিক