শিরোনাম |
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে যশোরের অর্থনীতি বিভাগ আয়োজিত "মুদ্রাস্ফীতির কারণ ও প্রভাব: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ নাসিম রেজা।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাহবুবুল হক খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন-কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ আবু বক্কর সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্মানিত সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন।
সেমিনারে উপস্থাপনা করেন করেন সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী এইচ এম ইমরান। চমৎকার উপস্থাপনের জন্য ইমরানকে বিভাগের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মেহের আফরোজ সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় তৈরি করেন। বিভাগের পক্ষ থেকে মেহের আফরোজের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
অনুষ্ঠানের শ্রোতা হিসেবে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন সংশ্লিষ্ট বিভাগের সকল শিক্ষক ও অর্থনীতি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থী। শিক্ষার্থীরা আগ্রহী হলে এ ধরনের অনুষ্ঠান অর্থনীতি বিভাগ নিয়মিত করবে বলেও জানানো হয়েছে।
31567 এই রকম আরও টপিক