সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
২৬ বছর পর হত্যা মামলার রায়ে ২৬ আসামির যাবজ্জীবন
প্রকাশ : সোমবার, ৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:৪০:০০ পিএম , আপডেট : সোমবার, ৯ সেপ্টেম্বর , ২০২৪, ০৬:৪২:২৫ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-09_66deed040dac7.JPG

❒ ফাইল ছবি:

নওগাঁর মান্দা উপজেলায় ২৬ বছর আগে খুন হন আজিম উদ্দিন নামের এক ব্যক্তি। সেই মামলায় ২৬ জনেরযাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।


আজ সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরের পর নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মো. মোখলেছুর রহমান এই রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ হত্যা মামলায় অসামি ছিলেন ৩৪ জন। মামলা চলাকালে ৮ জনের আসামি মৃত্যু হয়। রায় শুনানির সময় ২২ জন আসামি আদলতে উপস্থিত ছিলেন। ৪ জন পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জেহের আলীর ছেলে মনছুর আলী, আজিমুদ্দিন মণ্ডলের ছেলে আলতাব হোসেন মণ্ডল, সাহেব আলী মণ্ডলের ছেলে এনামুল হক, মনছুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন, তবির আলীর ছেলে ফজের আলী, ফজলুর রহমান, কাদের আলী, শাহজাহান আলীর ছেলে জবেদ আলী, মৃত ময়েজ উদ্দিনের ছেলে কাজেমুদ্দিন, মৃত তয়েজ উদ্দিনের ছেলে ওহিদুল ইসলাম (রহিদুল), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আছিব উদ্দিন, নুরুল ইসলামের ছেলে আনিছার রহমান, তবীর আরীর ছেলে মোখলেছুর রহমান, মৃত জেহের আলী মণ্ডলের ছেলে কাশেম আলী মণ্ডল, এনায়েত আলী প্রামানিকের ছেলে লিয়াকত আলী প্রামানিক, শাহজাহান আলীর ছেলে মোখলেছুর রহমান, মফিজ উদ্দিনের ছেলে জালাল উদ্দীন, তবীর আলীর ছেলে মোজাহার আলী ওরফে মোজাফ্ফর আলী, মৃত হাজী সমির উদ্দিনের ছেল শাহাজাহান, মৃত তয়েজ উদ্দিনের ছেলে ছাইদুর রহমান, মনসুর আলী প্রামানিকের ছেলে পৈক্যা (বুলু), মৃত মেরেজ আলী মৃধার ছেলে আজাদ আলী মৃধা, আশরাফুল মৃধা, মৃত মহির উদ্দিন মণ্ডলের ছেলে কলিমুদ্দিন মণ্ডল, তবির আলী প্রামানিকের ছেলে পটল ওরফে পরশ উল্যা প্রামানিক এবং তকীমুদ্দিনের ছেলে গুল মাসুদ ওরফে কালু।

এদের মধ্যে পলাতক আসামিরা হলেন- মোখলেছুর রহমান, এনামুল হক, আনিছুর রহমান ও মোজাহার আলী।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ২ ডিসেম্বর সকাল ৬টায় ভরট্ট শিবনগর গ্রামের আজিম উদ্দিন (৫৫) বিবাদমান জমিতে চাষ দেওয়ার জন্য গেলে প্রতিপক্ষের লোকজন লাঠি, হাসুয়া ইত্যাদি নিয়ে তার ওপর হামলা চালায়। সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলেই তিনি মারা যান। ওইদিন দুপুর ২টা ৩৫ মিনিটে নিহত আজিম উদ্দিনের ছেলে মো. আমজাদ হোসেন বাদী হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে মোট ৩৪ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ইতোমধ্যে ৮ জন আসামির মৃত্যু হয়েছে। দীর্ঘ শুনানি শেষে আজ সোমবার দুপুরের পর বিচারক ২৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সহকারী কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট শামসুর রহমান এবং আসামিপক্ষে অ্যাডভোকেট রফিকুল ইসলাম।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝