রবিবার , ১৩ জুলাই ২০২৫ , ২৯ আষাঢ় ১৪৩২
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ

যশোর-সাতক্ষীরায় জাতীয় সংগীত গাইল উদীচী
প্রকাশ : শুক্রবার, ৬ সেপ্টেম্বর , ২০২৪, ০১:৩৯:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-06_66dab46e55f67.JPG

❒ যশোর ছবি:

রাষ্ট্রক্ষমতার হাত বদলের পর জাতীয় সংগীত ও পতাকা পরিবর্তন ও মিমাংসিত ইস্যু শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার প্রতিবাদে আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দেশজুড়ে জাতীয় পতাকা উত্তোলন ও একযোগে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি পালন করছে ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন উদীচী।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর ও সাতক্ষীরায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী।

যশোরঃ

যশোর উদীচী শিল্পী গোষ্ঠির নেতৃবৃন্দ শুক্রবার সকাল ১০ টায় শহরের ঈদগাহমোড়ে আইনজীবী ভবনের সামনে সমবেত হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
উদীচী যশোর জেলা ও উপজেলা শাখা পর্যায়ের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় সঙ্গীত। কর্মসূচিতে সূচনা বক্তব্য রাখেন উদীচী যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি আমিনুর রহমান হিরু। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু, মাহবুবুর রহমান মজনু, অধ্যাপক সোলজার রহমান, উদীচীর সহ সাধারণ সম্পাদক আসিফ নিপপন, আলমগীর কবীর প্রমুখ।

সাতক্ষীরা জেলা সংসদ

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করেছেন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদীচীর শিল্পীরা।

বাংলাদেশ উদীচী শিল্পী-গোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-উদীচীর সহ-সভাপতি আবু আফনান রোজ বাবু, কণ্ঠশিল্পী চৈতালি মুখার্জি, আবুল হোসেন, সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, বর্ণমালার নাহিদা পারভীন পান্না, স্বরলিপি শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, কাজী মাসুদুল হক, শেখ মুসফিকুর রহমান মিল্টন, নোঙর মিউজিকাল একাডেমির পরিচালক ফারুক হোসেন সোহাগ, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল প্রমুখ।


শেখ সিদ্দিকুর রহমান বলেন, জাতীয় সংগীত নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে সারা দেশের ন্যায় সাতক্ষীরায়ও এই কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচির মধ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।


পরে উদীচীর সংসদের শিল্পী-কর্মীসহ সাধারণ মানুষ একসঙ্গে প্রাণের আবেগে গেয়ে ওঠে জাতীয় সংগীত।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝