সোমবার , ৭ অক্টোবর ২০২৪ , ২২ আশ্বিন ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম বেনাপোলে এলো ৫ টাকা ৭০ পয়সা দরে ভারতীয় ডিম সাতক্ষীরায় থানায় ভাংচুরের মামলায় যুবদলের বহিস্কৃত নেতা মিঠু গ্রেফতার দুই যাত্রীর মারামারির কারণে বিমানের জরুরি অবতরণ যেকোন মুহূর্তে হামলার শঙ্কায় ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা মহেশপুরে সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার অধ্যক্ষকে মারপিট ও পদত্যাগে বাধ্য করা মামলায় প্রধান অভিযুক্ত হবিসহ দু’জন গ্রেফতার দুর্গাপূজা ঘিরে যশোর হাটচান্নির অঞ্জন-শিহাব সিণ্ডিকেটের পটকাবাজির মজুদ,নিশ্চুপ প্রশাসন নোয়াখালী জেলায় বন্যায় ১২ লাখ মানুষ পানিবন্দি,১২ জনের মৃত্যু লোকালয়ে বাঘসহ বন্যপ্রাণীর প্রবেশ ঠেকাতে সুন্দরবনের প্রায় ৪০ কি.মি. এলাকায় নাইলনের বেষ্টনী নড়াইলে হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ ‘আর নয় কালক্ষেপন,এবার চাই প্রজ্ঞাপন;’ ‘৩২-৩৩ বুঝিনা,৩৫ ছাড়া মানবো না;

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মানববন্ধন,শাহবাগে মহাসমাবেশের ডাক
প্রকাশ : রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪, ০১:০৩:০০ পিএম , আপডেট : রবিবার, ১ সেপ্টেম্বর , ২০২৪, ০১:০৫:৫২ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-09-01_66d4120837e4f.JPG

❒ সংগ্রহীত ছবি:

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে মিছিল ও মানববন্ধন করেছে চাকরিপ্রত্যাশীরা। আজ রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় এই মানববন্ধন শুরু হয়। দ্রুত সময়ের মধ্যে দাবি মেনে না নিলে সারাদেশে একযোগে কঠোর কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারী দেয়া হয়েছে। একই সাথে আগামী ৭ সেপ্টেম্বর শাহবাগ প্রজন্ম চত্বরে মহা সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে।


মানববন্ধন থেকে শিক্ষার্থীরা স্লোগান দেন ‘আর নয় কালক্ষেপন, এবার চাই প্রজ্ঞাপন;’ ‘৩২-৩৩ বুঝিনা, ৩৫ ছাড়া মানবো না;’ ‘বয়স না মেধা, মেধা মেধা শ্লোগান’ দিতে দেখা যায়। এ সময়ে মাইকে বলা হয়, প্রত্যেকটা দাবি মানা হচ্ছে, আমাদেরটাও মানা হবে।

মানববন্ধনে চাকরিপ্রত্যাশী রতন বলেন, সব কিছুর সংস্কার হচ্ছে। চাকরিতে প্রবেশের বয়সও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করতে হবে। এই আন্দোলন ১২ বছর ধরে চলছে। আমাদের বেশ কয়েকজনকে জেল খাটতে হয়েছে।

আওয়ামী সুবিধাভোগীদের নিয়োগ: অ্যাটর্নি কার্যালয়ের সামনে মানববন্ধন
মমিনুল বলেন, যারা বয়স ৩৫ চেয়েছে, তারা কি চাকরি চেয়েছে। সমন্বয়কদের বলতে চাই, আমরা সব সময় আপনাদের সঙ্গে ছিলাম। স্বৈরাচারী সরকার গেলো আমরা আমাদের দাবি পাইনি। এটা আজকের দাবি না, এটা ১২ বছর আগের আন্দোলন। ৩৫ এর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরবো না।


বক্তারা বলেন, আমাদের লিখিত দাবি অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ও আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জানানো হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আশা করছি সরকারের উপদেষ্টারা আগামী ৭ তারিখের মধ্যে আমাদের সঙ্গে বসে এর সুরাহা করবেন।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝