শিরোনাম |
সাতক্ষীরা সীমান্ত থেকে ৫ কোটি টাকার মাদকসহ চোরাচালানী মালামাল জব্দ করেছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিজিবির নীলডুমুর ব্যাটালিয়ন সদর দফতর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার জানান, ভারতীয় চোরাচালানী মালামাল বাংলাদেশে পাচার হওয়ার সংবাদে লে. কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল গতকাল রাতে সীমান্ত এলাকায় অভিযান চালায় এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক বহনকারী ব্যক্তি দৌড়ে গ্রামের অভ্যন্তরে পালিয়ে যায়।
এসময় তাদের ফেলে যাওয়া ক্রিস্টাল মেথ আইস ১ কেজি, ভারতীয় ফেন্সিডিল ২৯ বোতল, ভারতীয় সিলডেনাফিল ট্যাবলেট ২০০ পিস, ভারতীয় খ্রী পিচ (সিল্ক) ৮ পিস, ভারতীয় শাড়ী (জরজেট) ৬ পিস, ভারতীয় শাখা ১৩ জোড়া, ভারতীয় সিঁদুর ১২ পিস এবং ইমিটেশনের চেইন ১০০ পিস আটক করতে সক্ষম হয়। যার মূল্য ৫ কোটি ১ লাখ ৭ হাজার ৪৫০ টাকা।
সানবীর হাসান মজুমদার আরও জানান, জব্দকৃত মাদকদ্রব্য সমূহ নিকটস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস এবং অন্যান্য মালামাল শুল্ক অফিসে জমাদানের কার্যক্রম প্রক্রিয়াধীন।
মতামত এই রকম আরও টপিক