শিরোনাম |
নড়াইলে ১শ’পিচ ইয়াবাসহ হাসিবুর শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১০ জুলাই) দুপুরে কালিয়া উপজেলায় খড়রিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হাসিবুর- উপজেলার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামের বাসিন্ধা ।
জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়,মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ইনচার্জ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন সঙ্গীয় অফিসার এএসআই মাহফুজুর রহমান এ এস আই আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার কালিয়া থানার পেরুলী ইউনিয়নের খড়রিয়া গ্রামে অভিযান চালিয়ে হাসিবুর শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ’পিচ ইয়াবা জব্দ করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র ইনচার্জ সাবিরুল আলম জানান, আটককৃত হাসিবুরের নামে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে