মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১
সংবাদ শিরোনাম :
শিরোনাম যশোরে মধ্যরাতে সন্ত্রাসীর গুলিতে যুবক খুন শেখ হাসিনা ও রেহানা পরিবারের ৩৯৪ কোটি টাকা ফ্রিজ আদালতেই আইনজীবী নেতাকে বেধড়ক মারপিট আমরা যুদ্ধাবস্থার মধ্যে আছি-প্রধান উপদেষ্টা ড. ইউনূস যশোরে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (ভিডিও) দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা যশোরের শামসুদ্দিনের বাড়িতে ছুটে গেলেন ডিসি তালবাহানা করে নির্বাচন পেছানোর পায়তারা হচ্ছে খুলনার সাবেক এমপি মঞ্জুসহ বিএনপির ৬৪ আসামির সবাই খালাস বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র:তুলসি গ্যাবার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
বেনাপোলে আরও ২ কোটি টাকার সোনার বারসহ যুবক আটক
প্রকাশ : বুধবার, ১০ জুলাই , ২০২৪, ১২:০২:০০ পিএম
বেনাপোল সংবাদদাতা:
Shornolota_2024-07-10_668e240f409b6.JPG

ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে ১৮টি সোনার বারসহ লিমন হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহার করা একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পুটখালির বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করে বিজিবি।

আটক লিমন হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন সোনার একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার বারোপোতা বাজারে গোপনে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে স্বর্ণ পাচারকারী লিমন মোটরসাইকেল চালিয়ে বিজিবির টহল দলের কাছাকাছি আসলে তাকে থামতে বললে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।


এ সময় বিজিবির টহল দল ধাওয়া দিয়ে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে দুই কেজি ১০০ গ্রাম ওজনের ১৮টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় দুই কোটি ১৫ লাখ টাকা।


খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার পিএসসি ইঞ্জিনিয়ার্স বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


সোনার বারগুলো ট্রেজারিতে জমা দেয়া হবে।

এর আগে একই দিন সকালে বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে এক কোটি ৮ লাখ ৮৬ হাজার ১২৪ টাকা মূল্যের এক কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বারসহ মনোয়ার হোসেন (৫০) নামে এক সোনা পাচারকারীকে আটক করেন বিজিবি সদস্যরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝