শুক্রবার , ১৮ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২
সংবাদ শিরোনাম :
শিরোনাম মোমবাতি জ্বালিয়ে ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা দিলো শিক্ষার্থীরা,ক্ষোভে ফুঁসলেন অভিভাবকরা ডলার টপকে বিশ্বের শক্তিশালী মুদ্রা এখন রুশ রুবল বাংলাদেশে আটকে আছে ৩ লাখের বেশি পাকিস্তানি রুপদিয়ায় প্রকাশ্য দিবালোকে ১৪টি বাড়িঘর ভাংচুর লুটপাট নিয়ে তোলপাড় সরকারি চাকরিজীবীদের আন্দোলনের পথ বন্ধ হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদারের আহবান ড. ইউনূসের যশোরে ঐহিতাসিক মুজিবনগর দিবসের কর্মসূচি পালন প্রেমিকাকে ধর্ষণ ও অশ্লীল ভিডিও নেটে ছেড়ে দেয়ার হুমকি দেয়ায় এমএম কলেজছাত্র গ্রেফতার মুজিবনগর সরকারের নাম পরিবর্তনের ইচ্ছা এ সরকারের নেই তালায় বজ্রপাত কেড়ে নিলো গৃহবধূর প্রাণ
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপিল বিভাগে শুনানি বুধবার
প্রকাশ : মঙ্গলবার, ৯ জুলাই , ২০২৪, ১২:৫৩:০০ পিএম
স্বর্ণলতা ডেস্ক:
Shornolota_2024-07-09_668cdea30f964.JPG

❒ ফাইল ছবি:

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল বুধবার।

মঙ্গলবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম শুনানির জন্য এই দিন ধার্য করেন।  আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

শুধু এই মামলার শুনানির দিন ধার্যের জন্য বেলা সাড়ে ১১টায় চেম্বার বিচারপতির আদালত বসেছিলেন।  এর আগে, ৪ জুলাই সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় আপাতত বহাল রাখেন আপিল বিভাগ।


সেদিন আপিল বিভাগ এ বিষয়ে শুনানি করেননি, ‘নট টুডে’ বলে আদেশ দেন। আপিল বিভাগ রাষ্ট্রপক্ষকে বলেন, আপাতত হাইকোর্টের রায় যেভাবে আছে, সেভাবে থাকুক। রায় প্রকাশিত হলে আপনারা ‘লিভ টু আপিল’ দায়ের করুন। আমরা শুনব।

এ সময় প্রধান বিচারপতি বলেন, আন্দোলন হচ্ছে হোক। রাজপথে আন্দোলন করে কি হাইকোর্টের রায় পরিবর্তন করবেন?

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, আপিল বিভাগে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় বহাল থাকবে।

গত ৫ জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওইদিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত।

সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছিলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে, না কি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

২০১৮ সালের ৪ অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝