মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ , ৪ চৈত্র ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঝিনাইদহে ১ হাজার সরকারি গাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা
প্রকাশ : রবিবার, ৭ জুলাই , ২০২৪, ০৬:৩৫:০০ পিএম
ঝিনাইদহ সংবাদদাতা:
Shornolota_2024-07-07_668a8ba2d3cd5.JPG

ঝিনাইদহে জিকে সেচ খালের পারে লাগানো এক হাজার গাছ উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালে এ ঘটনা ঘটে।


পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গত ২০ জুন কাজীপাড়া গ্রামের কুড়ির মাঠের ডি-৭ এন খালের দুই পারে প্রায় তিন হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। চারা রক্ষণাবেক্ষণের জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেয়া হয়। তবে গতকাল রাতে দুর্বৃত্তরা খাল পারের প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে।


ফুলহরি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু বকর বিশ্বাস জানান, কিছুদিন হলো এই খালের পারে গাছ লাগানো হয়েছে। স্থানীয়ভাবে তা দেখভাল করা হচ্ছিল। গাছগুলো যেন নষ্ট না হয় সে জন্য বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দেয়া হয়। তবে শনিবার রাত ১১টার দিকে স্থানীয় কিছু দুর্বৃত্ত প্রায় এক হাজার গাছ উপড়ে ফেলেছে। আর খাঁচাগুলো খালের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এই অপকর্মের বিচার দাবি করছি।


ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, সরকার পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছিল। কিন্তু এলাকার কিছু লোক সেই উন্নয়ন মেনে নিতে পারছে না। তাই তারা গাছগুলো উপড়ে ফেলেছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, আমরা সরকারের অনুন্নয়ন ও রাজস্ব খাতভুক্ত প্রকল্পের আওতায় ওই খালে তিন হাজার গাছের চারা রোপণ করেছিলাম। গাছগুলো বড় হলে এলাকার মানুষই উপকৃত হতো। কিন্তু প্রায় এক হাজার গাছ নষ্ট করে দিয়েছে।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝