বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ , ৭ ফাল্গুন ১৪৩১
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
ঘুমন্ত পুত্রবধূকে কুপিয়ে খুন,শ্বশুর আটক
প্রকাশ : শনিবার, ৬ জুলাই , ২০২৪, ০৩:৫০:০০ পিএম
আন্তজার্তিক ডেস্ক:
Shornolota_2024-07-06_6689139d5bca2.JPG

মিঠু মিত্র নামে এক ঘুমন্ত পুত্রবধূকে কাটারি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তার শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে আজ শনিবার (৬ জুলাই) ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলার ভদ্রেশ্বর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে।খবর আনন্দবাজার পত্রিকার।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, গৃহবধূ মিঠু মিত্র ভদ্রেশ্বর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা। শনিবার সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন তিনি। স্বামী নীলাংশু মিত্র সকাল সকাল বাইরে বেরিয়েছিলেন। সেই সময় ঘরে ঢুকে পুত্রবধূকে কুপিয়ে খুন করেন শ্বশুর হিমাংশু মিত্র।

খুনের সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিল মিঠুর ১০ বছরের মেয়ে। আচমকা তার চিৎকারেই প্রতিবেশীরা ছুটে যান মিত্র-বাড়িতে। তারা রক্তাক্ত অবস্থায় ওই বধূকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে, অভিযুক্তকেও হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

যদিও খুনের কারণ এখনও স্পষ্ট হয়নি। প্রতিবেশীদের দাবি, সাংসারিক অশান্তি থাকতে পারে। কিন্তু, তারা কখনও ঝগড়াঝাঁটি শোনেনি। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

নিহগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনও শ্বশুরের শাস্তি দাবি করেছেন। মিঠু মিত্রের মা নমিতা দাস জানান, রাতেও ফোনে কথা হয়েছে। কী থেকে কী হল কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আমার মেয়েকে খুন করা হয়েছে। কেন মারা হল, জানি না।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝