শিরোনাম |
চারিদিকে ছড়িয়ে পড়েছে আতঙ্ক
চন্দ্র বড়া সাপ,
রাসেল ভাইপার মূর্তিমান ভয়ংকর
এক বিষধর সাপ।
বাংলাদেশের সব জেলাতে তাই তো
আতঙ্কের এক নাম,
ধানের ক্ষেতে ঝোপে ঝাড়ে জঙ্গলে শুকনো ডাঙ্গায় লুকিয়ে থাকে
চন্দ্র বড়া সাপ তার নাম।
কামড়ালে এন্টিভেনাম দাও দ্রুত
অনেক বিষাক্ত ঐ সাপ,
স্বভাবে উগ্র নয় রাসেল ভাইপার
তবু করে না যে মাপ।
অকেজো করে দেয় কিডনি হার্ট
কামড়ালে পচন ধরে,
দ্রুত চিকিৎসা না করালে রোগীর
মৃত্যু হয় যে পরে।
দংশনের স্থানে দেখো যদি দুটি দাঁত
ভেবে নিতে হবে,
শরীর জ্বালাপোড়া যদি পচন ধরে
চন্দ্র বড়া তবে।
নড়াচড়া করবে না তবে সাদা সুতি কাপড় বেঁধে বেঁধে দিতে হবে।
দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নাও জীবন বাঁচাতে হলে,
শরীরের রক্ত জমাট বাঁধার আগে
এন্টিভেনাম দাও তাহলে।
বাঁচতে যদি আমরা চাই আতঙ্কিত
হবো না যে তাই,
সচেতনতা অবলম্বন করতে হবে ভাই
ভয়ের কোন কারণ নাই,
বাড়ির চারিপাশে পরিষ্কার রাখি তাই
ব্লিচিং পাউডার ছিটাই,
রাতের বেলা টর্চ লাইট ব্যবহার যে নিয়মিত করা চাই।
সাপে কাটা রোগীকে চীৎ করাইয়া
শোয়াইয়া রাখতে হবে তাই, পরনের জামা পোশাক ঢিলা করে ঘড়ি আন্টি ব্রেসলেট খুলে দিই।
হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম এখন চিকিৎসা আছে তাই।
কোনভাবে আতঙ্কিত হবো না তাই।
এমন ঘটনা যদি ঘটে যায় দ্রুত তাকে চিকিৎসার জন্য যেন আমরা হাসপাতালে নিয়ে যাই []